বাসচাপায় প্রাণ গেল শিশুসহ ৩ জনের
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৪:০১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লা বুড়িচংয়ে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার ময়নামতি ইউনিয়নের কাটা জাঙ্গাল এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে একজন শিশু
রয়েছে বলে জানা গেছে।
বুড়িচং হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ ও ময়নামতি হাইওয়ে থানার ওসি ঘটনার
সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রী নিয়ে ময়নামতি ক্যান্টমেন্ট থেকে পংশনগরের
দিকে যাচ্ছিল অটোরিকশাটি। আর কোম্পানিগঞ্জ থেকে কুমিল্লার দিকে আসছিল বাসটি। যান দুটি
কাটা জাঙ্গাল এলাকায় পৌঁছালে বাসটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক,
এক যাত্রী ও এক শিশু মারা যান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান লালন হায়দার বলেন, কুমিল্লা-সিলেট মহাসড়কে অটোরিকশা
চলাচল নিষিদ্ধ। তারপরও বেপরোয়া গতিতে অটোরিকশা চলছে। হাইওয়ে প্রশাসন তাদের বিরুদ্ধে
কোনো ব্যবস্থা নিচ্ছে না।
স্থানীয় বাসিন্দা হাসান মাহামুদ ও শামীম মেম্বার বলেন, ‘কুমিল্লা শাসনগাছা
বাস টার্মিনাল থেকে কোম্পানীগঞ্জ পর্যন্ত ১০০ বাস চলাচল করে। তবে এসব বাসের কোনো বৈধ
কাগজপত্র নেই। এমনকি বাস ড্রাইভারদের ড্রাইভিং
লাইসেন্স নেই।’
