Logo
Logo
×

সারাদেশ

আমরা নতুন বাংলাদেশে প্রাণ খুলে কথা বলছি: মির্জা ফয়সল

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৪:৫৯ পিএম

আমরা নতুন বাংলাদেশে প্রাণ খুলে কথা বলছি: মির্জা ফয়সল

১৭ বছরের লড়াই-সংগ্রাম, জেল-গুম ও নিপীড়নের কথা তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন বলেছেন, ৫ আগস্টের পর আমরা নতুন বাংলাদেশে প্রাণ খুলে নিঃশ্বাস নিচ্ছি, কথা বলছি। আমরা নতুন সূর্যোদয়ের দিকে তাকিয়ে আছি।

শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এই সদস্য।

মির্জা ফয়সল বলেন, আমরা জেল খেটেছি, গুম-খুনের শিকার হয়েছি। পুলিশের তাড়া খেয়ে ধানখেতে রাত কাটিয়েছি, বাঁশঝাড়ে লুকিয়ে থেকেছি। নির্মম অত্যাচারের শিকার হয়েছি টানা ১৭ বছর।

বর্তমান পরিস্থিতির বদলের জন্য বিএনপির নেতাকর্মীরা বহু ত্যাগ স্বীকার করেছেন।

নারীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। নেতৃত্বের হাল ধরতে হবে আপনাদের। পুরুষের পাশাপাশি নারীদেরও সমানভাবে এগিয়ে আসতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফয়সল বলেন, মনের দুঃখ-কষ্ট দূর করতে হবে। হাসিমুখে মানুষের কাছে যেতে হবে। নিজেকে ভালোবাসুন, অন্যকেও ভালোবাসুন। ঘৃণা আর দুঃখ নিয়ে মুক্ত মনে হাসা যায় না।

সম্মেলনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের কথা স্মরণ করে মির্জা ফয়সল বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করেছি।

রাজাগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের দুঃশাসনের কথা উল্লেখ করে তিনি বলেন, এই ইউনিয়নের অনেক ভোটার, কর্মী ও নেতা দুঃশাসনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই ক্ষতি কাটিয়ে উঠতে আমাদের ঐক্যবদ্ধ থেকে আরও বেশি পরিশ্রম করতে হবে।

সম্মেলনে জেলা বিএনপির সহ-সভাপতি আল মামুন আলম, যুগ্ম সম্পাদক পয়গাম আলি, আনসারুল হকসহ জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও ফয়সল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম