Logo
Logo
×

সারাদেশ

প্রশ্নের ছবি তুলে বাইরে নেওয়ার সময় হাতেনাতে আটক সুপারকে কারাদণ্ড

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১০:৩৭ পিএম

প্রশ্নের ছবি তুলে বাইরে নেওয়ার সময় হাতেনাতে আটক সুপারকে কারাদণ্ড

কিশোরগঞ্জে এসএসসি সমমান দাখিল পরীক্ষায় ইংরেজি ১মপত্রের ছবি তুলে বাইরে নেওয়ার সময় মো. আবদুল হালিম নামে এক মাদ্রাসা সুপারকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৭ দিনের কারাদণ্ডসহ ২শ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। 

রোববার জেলার পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

মো. আবদুল হালিম উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের চকদীঘা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট।

জানা গেছে, রোববার মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত  ইংরেজি ১মপত্র পরীক্ষায় উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের চকদিঘা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. আবদুল হালিম কেন্দ্র থেকে প্রশ্নপত্রের ছবি তুলে কেন্দ্রের বাইরে নিয়ে যাচ্ছিলেন। এ সময় কেন্দ্রে উপস্থিত অন্য শিক্ষকরা দেখে ফেলে তাকে আটক করেন। পরে সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন যুগান্তরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কিশোরগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম