Logo
Logo
×

সারাদেশ

আগরতলা রেলস্টেশন থেকে ৪ বাংলাদেশি গ্রেফতার

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১০:৪১ পিএম

আগরতলা রেলস্টেশন থেকে ৪ বাংলাদেশি গ্রেফতার

ভারতের গুজরাটের পর এবার ত্রিপুরা রাজ্যের আগরতলা রেলওয়ে স্টেশন থেকে চার বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশের দায়ে রোববার রাজ্যের আগরতলা রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে রেলওয়ে থানা পুলিশ ওই চার বাংলাদেশিকে গ্রেফতার করে।

ত্রিপুরা নিউজসহ রাজ্যের বিভিন্ন অনলাইন গণমাধ্যমে রোববার প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত খবরে বলা হয়েছে- গোপন সংবাদের ভিত্তিতে ত্রিপুরা রেলওয়ে পুলিশ আগরতলা রেলস্টেশনে অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে ঢাকার বাসিন্দা জহিরুল ইসলাম, শরীয়তপুরের বাসিন্দা দিলওয়ার হোসেন, পঞ্চগড়ের বাসিন্দা জামিরুল ইসলাম ও জামালপুর জেলার বাসিন্দা মহম্মদ জিয়াউর রহমানকে গ্রেফতার করা হয় বলে আগরতলা রেলওয়ে থানার ওসি তাপস রাজ্যের গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন।

ওসি আরও জানান, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তারা অবৈধ সীমান্তপথে ভারতে প্রবেশ করেছেন। আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে ভারতের ব্যাঙ্গালোর–চেন্নাইয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। গ্রেফতারকৃতদের আগরতলা কারাগারে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

ব্রাহ্মণবাড়িয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম