Logo
Logo
×

সারাদেশ

অধ্যাপক মান্নানের মৃত্যু স্বাভাবিক ছিল না: রনি

Icon

গাজীপুর মহানগর প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৮:২৭ পিএম

অধ্যাপক মান্নানের মৃত্যু স্বাভাবিক ছিল না: রনি

গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনি বলেছেন, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও গাজীপুর সিটির প্রতিষ্ঠাতা মেয়র আমার পিতা অধ্যাপক এম এ মান্নানের মৃত্যু স্বাভাবিক ছিল না। কথিত ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার তাকে একের পর এক মামলা দিয়ে, কারাবন্দি করে সুপরিকল্পিতভাবে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। তার মৃত্যু স্বাভাবিক ছিল না। 

গাজীপুর মহানগরীর পূবাইল থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বসুগাঁও রেললাইন সংলগ্ন মাঠে সোমবারে দুপুরে প্রয়াত অধ্যাপক এম এ মান্নানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঞ্জুরুল করিম রনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বিএনপিতে যোগদানের পর ৯১ সালে বিপুল ভোটে তিনি এমপি  নির্বাচিত হয়েছিলেন। খালেদা জিয়ার আস্থাভাজন হয়ে মন্ত্রণালয়ের ধর্মপ্রতিমন্ত্রী ও পরে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে ২০১৩ সালে প্রতিষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন মেয়র নির্বাচনে লক্ষাধিক ভোটের ব্যবধানে আওয়ামী লীগের অ্যাডভোকেট আজমত উল্লাহ খানকে পরাজিত করে সিটির প্রথম মেয়র নির্বাচিত হলে তার বিরুদ্ধে অত্যাচার- নির্যাতনের খড়গ নেমে আসে। দীর্ঘদিন কারাবাসের পরে ৩৪টি মিথ্যা মামলা মাথায় নিয়ে আজকের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন।

পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল সিকদারের সভাপতিত্বে ও থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুন উর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ফজলুল হক মিলন। এসময় আরও উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক গাজীপুর মহানগর বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক আবদুল আলিম, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া, মহানগর ছাত্রদলের আহবায়ক রুহানুজ্জামান শুক্কুর, থানা যুবদল আহ্বায়ক মজিবর রহমান, থানা বিএনপি নেতা আবদুল আলিম মোল্লা,আনোয়ার হোসেন মোল্লা ও ছাত্রদল নেতা মেহেদী হাসান প্রমুখ। 

বিএনপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম