মাদক সেবনে মামা-ভাগনের মৃত্যু
গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১০:৩৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গোলাপগঞ্জে মামা-ভাগনের রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার রাতে সদর ইউনিয়নের গোয়াসপুর রুইগড় গ্রাম থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মাদক সেবনের ফলে তাদের মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
জানা যায়, রোববার রাতে গোয়াসপুর রুইগড় গ্রামের সলিম উদ্দিনের ড্রয়িংরুম থেকে তমজিদ আলীর ছেলে সেলিল উদ্দিন ও সৈয়দুর রহমানের ছেলে রুবেল আহমদকে (৩৬) অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তারা সম্পর্কে মামা-ভাগনে। স্বজন এবং স্থানীয়দের ধারণা, ২৭ মার্চ ভোর রাতে অতিরিক্ত মাদক সেবনের কারণে তাদের মৃত্যু হতে পারে।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি মনিরুজ্জামান মোল্যা দুজনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
