বিশ্ববিদ্যালয় ছাত্রকে বাঁচাতে কিডনি দিতে চান মা, টাকার অভাবে পারছেন না
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১০:৫০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার গ্রীন ইউনিভার্সিটির টেক্সটাইল বিভাগের ৪র্থ সেমিস্টারের মেধাবী শিক্ষার্থী রেজওয়ান হোসেনের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তার মা ছেলেকে বাঁচাতে একটি কিডনি দিতে চান; কিন্তু সেই কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন প্রায় ১২ লাখ টাকা।
কিন্তু অসচ্ছল পরিবারের পক্ষে এই অর্থের জোগান দেওয়া সম্ভব নয়। আর এতে নিশ্চিত মৃত্যুর ঝুঁকিতে হতাশায় দিন কাটছে রেজওয়ানের।
সিরাজগঞ্জের উল্লাপাড়ার পশ্চিমপাড়া গ্রামের আনোয়ার হোসেনের একমাত্র ছেলে রেজওয়ান। চলতি বছরের মার্চ মাসে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে ভর্তি করা হয়। এখানে পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তাররা তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে বলে জানান। অবিলম্বে একটি কিডনি প্রতিস্থাপন করা গেলে রেজওয়ানকে বাঁচানো সম্ভব হবে বলে পরামর্শ দেওয়া হয় হাসপাতাল থেকে।
এ অবস্থায় রেজওয়ানের মা পারুল রেখা তার একটি কিডনি ছেলেকে দিতে আগ্রহী; কিন্তু এই কিডনি প্রতিস্থাপনে দরকার প্রায় ১২ লাখ টাকা। রেজওয়ানের বাবা সামান্য বেতনে একটি বেসরকারি চাকরি করেন। ফলে তার পরিবার থেকে এই টাকার সংস্থান করা কোনোভাবেই সম্ভব নয়।
পারুল রেখা তার সন্তানকে বাঁচাতে দেশের হৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
