Logo
Logo
×

সারাদেশ

চাচিকে কুপিয়ে হত্যা

Icon

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১০:৫১ পিএম

চাচিকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুরে জমিসংক্রান্ত মামলার জের ধরে আপন চাচি মাহফুজাকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে দেবরের ছেলে আলিম (২২)। উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের গোবরগাড়া গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত মাহফুজা একই এলাকার নাজির উদ্দিন বিশ্বাসের স্ত্রী।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, জমিসংক্রান্ত মামলায় আদালতে হাজিরা দিয়ে রোববার বিকাল ৪টার দিকে বশির উদ্দিন বিশ্বাসের ছেলে আলিম বাড়ি ফিরে মামলার বাদী আপন চাচি মাহফুজাকে মামলা তুলে নিতে গালমন্দ করে। মাহফুজা গালমন্দের প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে আলিম কুড়াল দিয়ে তার চাচির মাথায় আঘাত করে পালিয়ে যায়।

এ সময় মাহফুজা মাটিতে লুটিয়ে পড়লে তার স্বামী নাজির উদ্দিন বিশ্বাস ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় স্ত্রীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়। 

হত্যাকাণ্ডের ঘটনায় দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, জমিসংক্রান্ত বিরোধে আপন চাচিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুষ্টিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম