Logo
Logo
×

সারাদেশ

মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে চেয়ারম্যান ‘ধলা মিয়ার’ ওপর হামলা

Icon

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১১:০৩ পিএম

মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে চেয়ারম্যান ‘ধলা মিয়ার’ ওপর হামলা

সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও টানা চারবারের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে। তিনি উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

সোমবার উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা থেকে ফেরার পথে উপজেলা পরিষদ মোড়ে তার ওপর এ হামলার ঘটনা ঘটে।

কে বা কারা তার ওপর এ হামলা করেছে? জানতে চাইলে কবির হোসেন ধলা মিয়া বলেন, যুবদল ও ছাত্রদলের কিছু ছেলে তার ওপর এ হামলা করেছে। তবে তিনি তাদের শনাক্ত করতে পারেননি। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করতে পারেন বলে জানান।

জানতে চাইলে থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, হামলার বিষয়টি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া থানায় এসে মৌখিকভাবে আমাকে অবগত করে গেছেন। প্রয়োজন হলে পরবর্তীতে তিনি লিখিত অভিযোগ দাখিল করবেন।

সিলেট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম