Logo
Logo
×

সারাদেশ

নোয়াখালীতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

Icon

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১১:০৪ পিএম

নোয়াখালীতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জে মো. শাকিল (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।এ ঘটনায় তার ভাই শুভকে কুপিয়ে জখম করা হয়। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি পুলিশ।  

সোমবার রাত ৮টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ২নাম্বার ওয়ার্ডের গঙ্গাবর বাজারের ইসলামীয়া মার্কেটে এ ঘটনা ঘটে।  

নিহত শাকিল একই গ্রামের মো.সোলাইমান খোকনের ছেলে এবং পেশায় একজন থাই মিস্ত্রি ছিলেন।তিনি স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।এছাড়া আহত শুভ ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। 

স্থানীয়রা জানান, রাত ৮ টার দিকে শাকিলসহ কয়েকজন গঙ্গাবর বাজারের ইসলামীয়া মার্কেটের একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা করে পাঁচজন অস্ত্রধারী এসে লাবিব নামে এক তরুণকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। এতে শাকিলসহ আরও কয়েকজন তাদেরকে বাধা দেন। তখন অস্ত্রধারীরা শাকিলকে গুলি করে। এ সময় তার ছোট ভাই শুভকে (২৫) কুপিয়ে জখম করে তারা। এলাকার লোকজন দুই ভাইকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় লোকজন অস্ত্রধারী তিনজনকে আটক করে গণধোলাই দেয়।  

জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন বলেন, শাকিল যুবদলের একজন সক্রিয় কর্মী। রাজনৈতিক সকল প্রোগ্রামে তার উপস্থিতি ছিলো। এছাড়া তার ভাই শুভ ওয়ার্ড ছাত্রদলের নেতা। আমরা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করছি। 

বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আটক তিনজনকে উদ্ধার করা হয়েছে। তারা নোয়াখালী জেনারেল হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাস্থল থেকে ব্যবহৃত একটি গুলি উদ্ধার করা হয়েছে। 

তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে হামলাকারীরা অস্ত্র পাশের একটি ডোবার মধ্যে ফেলে দিয়েছে। আমরা পানি সেচ দিয়ে সেটি উদ্ধারের চেষ্টা করছি।


নোয়াখালী বেগমগঞ্জ যুবক গুলি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম