Logo
Logo
×

সারাদেশ

১০ মাস ওষুধ সরবরাহ বন্ধ

কচুয়ার স্বাস্থ্য কেন্দ্রগুলোতে মিলছে না ওষুধ, ভোগান্তিতে সেবা গ্রহীতারা

Icon

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১০:৪৫ এএম

কচুয়ার স্বাস্থ্য কেন্দ্রগুলোতে মিলছে না ওষুধ, ভোগান্তিতে সেবা গ্রহীতারা

চাঁদপুরের কচুয়া উপজেলার ১২ ইউনিয়নে রয়েছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন এসব স্বাস্থ্য কেন্দ্রগুলোতে মিলছে না নিত্য প্রয়োজনীয় ওষুধ। এমনকি জন্ম নিয়ন্ত্রণের উপকরণও পাওয়া যাচ্ছে না। এতে করে ভোগান্তিতে পড়েছে সেবা গ্রহীতারা। 

জানা গেছে, অর্থ সংকটের কারণে দীর্ঘ ১০ মাস ধরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ২১ ধরণের ওষুধ সরবরাহ করছে না স্বাস্থ্য মন্ত্রণালয়। সেই তালিকায় রয়েছে কচুয়ার ১২ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোও।

এছাড়া পরিবার পরিকল্পনা অধিদপ্তরও জন্ম নিয়ন্ত্রণকারী সামগ্রী ও নরমাল ডেলিভারি কিট সরবরাহ করছে না। এতে করে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে আসারা বিপাকে পড়ছেন। ওষুধ না পেয়ে ফিরে যাচ্ছেন তারা। টাকা খরচ করে ওষুধ কিনতে হচ্ছে তাদের।

কচুয়ার কড়ইয়া ইউনিয়নের কড়াইয়া গ্রামের বাসিন্দা কুলছুমা বেগম। সম্প্রতি তিনি গিয়েছিলেন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে। ওষুধ ও জন্ম নিয়ন্ত্রণকারী সামগ্রী না পেয়ে খালি হাতেই ফিরতে হয়েছে তাকে। এ নারী বলেন, ‘সেখানে  গিয়ে জন্ম নিয়ন্ত্রণের কোনো ওষুধ পাই নাই। আর প্যরাসিটামল ও ক্যালশিয়ামের ট্যাবলেট তো অনেকদিন ধরে পাচ্ছি না।

এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. শরীফ আহমেদ বলেন, ‘গত জুলাই থেকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের  অপারেশন প্ল্যান্ট (ওপি) প্রকল্প থেকে কোনো প্রকার ওষুধ ও জন্ম নিয়ন্ত্রণকারী সামগ্রী দিচ্ছে না। এর জেরে আমরাও  ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে তা দিতে পারছি না। ফলে প্রান্তিক পর্যায়ের জনগণ কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, ‘বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে জেলা প্রশাসকের নির্দেশক্রমে উপজেলা পরিষদ থেকে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। টেন্ডার প্রক্রিয়ায় ওষুধ ক্রয় করা সম্পন্ন হলে এ সমস্যার সমাধান হবে।’

কচুয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ওষুধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম