Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১২:২১ পিএম

কুমিল্লা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

কুমিল্লা-সিলেট মহাসড়কের কুমিল্লার দেবিদ্বার উপজেলা অংশে ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। উপজেলার জাফরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গাছবোঝাই ট্রাক উল্টে এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর যানচলাচল স্বাভাবিক হয়।

 

দেবিদ্বার হাইওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে মহাসড়কের জাফরগঞ্জ অংশে একটি গাছবোঝাই ট্রাক উল্টে যায়। এতে মহাসড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুপাশে প্রায় ১০ কিলোমিটার যানজট ছড়িয়ে পড়ে।

 

প্রত্যক্ষদর্শী ইকরাম হোসেন বলেন, ফজরের নামাযের পর একটি গাছবোঝাই ট্রাক উল্টে যায়। এ ঘটনায় কেউ আহত না হলেও সড়কের দুপাশে প্রায় ১০ কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয়েছে।  দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পর পুলিশ এসে রেকার দিয়ে ট্রাক সড়ক থেকে সরালে যান চলাচাল স্বাভাবিক হয়। 

 

মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পারভেজ আলী বলেন, উলটে যাওয়া ট্রাকে বড় বড় গাছ থাকায় উদ্ধার কাজ একটু বিলম্ব হয়েছে। পরবর্তীতে রেকার দিয়ে ট্রাকটি সড়ক থেকে সরানো হয়েছে। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। 

কুমিল্লা দেবিদ্বার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম