Logo
Logo
×

সারাদেশ

রেললাইনের পাশে মিলল ব্যবসায়ীর মাথাবিচ্ছিন্ন লাশ, পরিবারের দাবি হত্যা

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০২:০৯ পিএম

রেললাইনের পাশে মিলল ব্যবসায়ীর মাথাবিচ্ছিন্ন লাশ, পরিবারের দাবি হত্যা

পাবনার ঈশ্বরদী উপজেলার উমিরপুর এলাকায় রেললাইনের পাশ থেকে বাদশা হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে তার লাশ পাওয়া যায়। তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন ছিল।

ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) রোডে বাদশা হোসেনে দোকান রয়েছে। তিনি দেলোয়ার হোসেনের ছেলে।

মৃতের পরিবারের দাবি, চাঁদাবাজরা তাকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বা দুর্ঘটনা বলে চালাতে রেললাইনে রেখে চলে যায়। তারা জানান, কয়েক দিন আগে মোবাইলে বাদশা হোসেনের কাছে বড় অঙ্কের চাঁদা দাবি করা হয়। তিনি রাজি না হওয়ায় দুর্বৃত্তরা তাকে অপহরণ করে হত্যা করেছেন।

বাদশার ছেলে মিঠুন হোসেন বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে কাদেরের মোড় থেকে কয়েকজন অস্ত্রের মুখে বাবাকে তুলে নিয়ে যায়। এরপর আমরা অনেক খোঁজাখুঁজি করি। পরে পুলিশ বাবার লাশ উদ্ধার করে।’

স্থানীয় বাসিন্দা রুবেল মিয়া বলেন, ‘বাদশা দোকান চালানোর পাশাপাশি জমি কেনাবেচার কাজ করতেন। তবে কারও সঙ্গে তার শত্রুতা ছিল বলে শোনা যায়নি।’

ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান বলেন, ‘প্রথমে মনে হয়েছে, আত্মহত্যা হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।’

ঈশ্বরদী হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম