সাদুল্লাপুরে অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি, প্রতিবাদ সভা
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০৯:১১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার চকশালাইপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ সাখাওয়াত হোসেনের কাছে চাঁদা না পেয়ে তাকে প্রাণনাশের হুমকির অভিযোগে এক প্রতিবাদ সভা করেছেন অভিভাবক ও স্থানীয় ব্যক্তিরা।
মঙ্গলবার বিকালে চকশালাইপুর মাদ্রাসাসংলগ্ন চাতালে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও শাহানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন একরামুল হক, সাজু মিয়া, জোব্বার আলী, শহিদুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, চকশালাইপুর আলিম মাদ্রাসা নিয়ে দীর্ঘদিন ধরে চক্রান্ত চলছে। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। যাতে প্রতিষ্ঠানটির বিরোধ নিরসন করা যায় সেই ব্যাপারে এলাকাবাসীর সহযোগিতা দরকার। তাহলে মাদ্রাসার গতি ফিরে আসবে, নচেৎ ধ্বংসের দিকে ধাবিত হতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে চকশালাইপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ সাখাওয়াত হোসেন বলেন, গত বছরের ১০ নভেম্বরে একদল ব্যক্তি আমার কাছে চাঁদা দাবি করেন। এতে আমি অস্বীকৃতি জানালে আমাকে মাদ্রাসার অফিসে অবরুদ্ধ করে রাখে এবং প্রাণনাশের হুমকি দেয়। তাৎক্ষণিক খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে আমি রক্ষা পেয়েছি। এ বিষয়ে এসপি ও ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
