Logo
Logo
×

সারাদেশ

মাংসে রঙ মেশানোর সময় কসাই আটক

Icon

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৫৪ পিএম

মাংসে রঙ মেশানোর সময় কসাই আটক

মৌলভীবাজারের বড়লেখায় নিম্নমানের গরুর মাংসে রঙ মেশানোর সময় কসাইকে হাতেনাতে আটক করেন স্থানীয় জনতা। পরে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা আদায় করে। মঙ্গলবার বিকালে উপজেলার কাঠালতলী বাজারে এ ঘটনা ঘটে।

দণ্ডিত কসাইয়ের নাম সাদেক আহমদ। তিনি বিয়ানীবাজারের বাহাদুরপুর গ্রামের রহিম উদ্দিনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ইউএনও (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আসলাম সারোয়ার।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ইউএনও (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আসলাম সারোয়ার জানান, বড়লেখা উপজেলার কাঠালতলী  বাজারে গরুর মাংসে ভেজাল (রং/রক্ত) মিশিয়ে বিক্রির অপরাধে মাংস ব্যবসায়ী সাদেক আহমদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার জরিমানা করেছেন। এছাড়া তার কাছ থেকে মুচলেকা আদায় করা হয়।

মৌলভীবাজার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম