আওয়ামী লীগ একটি মরা লাশ: ভিপি নুর
ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১০:০১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, শুধুমাত্র শরীয়তপুর আর নড়িয়া নয়, যে পরিবর্তনের জন্য সারা বাংলাদেশে ছুটে বেড়াচ্ছি, সেটার বাস্তবায়নের জন্য আমাদের নিরন্তর পথচলা থাকবে। আজকে আওয়ামী লীগের প্রতি যেই কর্মকাণ্ডের কারণে যেই চাঁদাবাজি, রাহাজানি, মানুষের ওপর নির্যাতন, নিপীড়নের কারণে আওয়ামী লীগের যে নির্মম, নিষ্ঠুর পতন হয়েছে- সেই একই কাজ যেন আমাদের মধ্যে খুঁজে না পায়।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের পতন হয়েছে, এই এলাকারও বড় নেতা ছিল, তারা লন্ডনে-দিল্লিতে পালিয়ে গেছে। তারা সেখানে মৌজ-মাস্তি করতেছে। আর যারা কর্মী ছিল, তারা চরে চরে পালিয়ে পালিয়ে বেড়ায়। আওয়ামী লীগ এই জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে একটি পরিত্যক্ত রাজনৈতিক পরিণত হয়েছে। আওয়ামী লীগ একটি মরা লাশ। এই লাশ নিয়ে কেউ বেশি টানাটানি করবেন না।
মঙ্গলবার বিকালে শরীয়তপুরের সখিপুর থানার উত্তর তারাবুনিয়া চেয়ারম্যান বাজার ঈদগাহ মাঠে স্থানীয় গণঅধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভিপি নুরুল হক নুর এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি-জামায়াতের ভাইরা আন্দোলনে নির্যাতিত হয়েছে। আসুন আমরা সুযোগ এসেছে, আগামীতে রাষ্ট্র সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে। গণঅধিকার পরিষদ তরুণ যুব নেতৃত্বে আগামী বাংলাদেশ নির্মাণের জন্য কাজ করছে। আর আমাদের এখন একটি কাজ তা হচ্ছে আওয়ামী লীগ নামের লাশটি পচে যেন গন্ধ না ছড়ায় তার জন্য দ্রুত আওয়ামী লীগকে দাফন করা। আওয়ামী লীগ নামে কেউ রাজনীতি করতে পারবে না। তবে যে আওয়ামী লীগ মানুষের ক্ষতি করে নাই তাদের ওপর নির্যাতন করা যাবে না।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
বিশেষ অতিথি ছিলেন গণঅধিকারের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আহম্মেদ মুন্সী।
বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব ডা. শাহজালাল সাজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান সম্রাট মাঝি।
