|
ফলো করুন |
|
|---|---|
খুলনায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ করেছে কথিত প্রেমিক। এ ঘটনায় সোমবার রাতে খুলনা সদর থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
থানার ওসি হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম জানান, তিনজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। অভিযান চালিয়ে হুমায়ুন নামে একজনকে ধরা হয়েছে। হুমায়ুন মূল আসামি জ্যোতির বন্ধু এবং রূপসা স্ট্যান্ডরোডের বাসিন্দা আব্দুল মজিদের ছেলে। তবে জ্যোতি পালিয়ে গেছে।
ভিকটিম জানায়, দুমাস আগে খুলনা সিটি করপোরেশন মার্কেটে নগরীর সুলতান আহমেদ রোডের হুমায়ুন কবির হিমুর ছেলে জ্যোতির সঙ্গে তার পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেম হয়। একপর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু জ্যোতির যে আগে বিয়ে হয়েছে তা তিনি জানতেন না। ২৬ এপ্রিল নগরীর রূপসা স্ট্যান্ডরোডে বন্ধু জাহিদের পাঁচতলা ভাড়াবাড়িতে ডেকে নিয়ে বিয়ের প্রলোভনে তাকে ধর্ষণ করেন জ্যোতি। ঘটনার পর বিয়ের প্রস্তাব নিয়ে তিনি জ্যোতির বাড়িতে যান। সেখানে গেলে জ্যোতি তাকে মারধর করেন। ভিকটিমের শরীরের আঘাতের চিহ্ন রয়েছে।
