Logo
Logo
×

সারাদেশ

ধামরাই থেকে লুট হওয়া তেলভর্তি ট্রাক মিলল রূপগঞ্জে

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১১:৩২ এএম

ধামরাই থেকে লুট হওয়া তেলভর্তি ট্রাক মিলল রূপগঞ্জে

ঢাকার ধামরাইয়ে চালক ও হেলপারকে ছুরিকাঘাত করে ১৫ টন পামওয়েলসহ একটি ট্রাক লুট করেছে দুর্বৃত্তরা। পরে অবশ্য ট্রাকটি উদ্ধার করা গেলেও যানটিতে তেল পাওয়া যায়নি।

মঙ্গলবার গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ট্রাকচালক শ্যামল কুমার বিশ্বাস (৫৫) ও চালকের সহকারী মাসুম (৫০)। এ ঘটনায় বুধবার সকালে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ করেছেন শ্যামল।

ট্রাক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ওসি মনির বলেন, ‘ভোরে নারায়গঞ্জের রুপগঞ্জের গাওসিয়া এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। ট্রাকে কোনো পামওয়েল পাওয়া যায়নি।’

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশের পক্ষ থেকে অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।’

লিখিত অভিযোগে ট্রাকের চালক শ্যামল জানান, মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার কামাল ওয়েল মিলস লিমিটেড কোম্পানি থেকে ৭৫ ড্রামে করে ১৪ দশমিক পাঁচ টন পামওয়েল নিয়ে তিনি পাবনায় যাচ্ছিলেন তিনি। রাত ২টার দিকে ট্রাকটি ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা এলাকায় পৌঁছালে একটি পিকআপ তেল ভর্তি যানটির গতিরোধ করে। পরে পিকআপ থেকে চারজন দুর্বৃত্ত নেমে ট্রাকের চালক শ্যামল ও হেলপার মাসুমকে ট্রাক থেকে নামিয়ে মারধর করে। একপর্যায়ে কাপড় ও রশি দিয়ে উভয়ের হাত, পা ও মুখ বেধে ফেলে।

পরে দুর্বৃত্তদের একজন ট্রাকটি চালিয়ে চলে যায়। বাকি তিন দুর্বৃত্ত শ্যামল ও মাসুমকে পিকআপে তুলে নিয়ে যায়। পরে ধামরাইয়ের জয়পুরা এলাকায় একটি গাছের সঙ্গে বেধে রেখে চলে যায় তারা। স্থানীয়দের সহযোগিতায় নিজেদের মুক্ত করে জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯-এ ফোন দিয়ে সহযোগিতা চাইলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

অভিযোগপত্রে শ্যামল দাবি করেন, লুটকৃত পাম ওয়েলের মূল্য আনুমানিক ২১ লাখ টাকা। দুর্বৃত্তদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বলেও অভিযোগে বলা হয়।

ধামরাই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম