Logo
Logo
×

সারাদেশ

শিক্ষার্থীদের অ্যাকাউন্ট পরিবর্তনের জেরে শিক্ষা কর্মকর্তা বরখাস্ত

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০৪:০১ পিএম

শিক্ষার্থীদের অ্যাকাউন্ট পরিবর্তনের জেরে শিক্ষা কর্মকর্তা বরখাস্ত

নেত্রকোনার বারহাট্টা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বরখাস্তের আদেশ দেওয়া হয়।

গত ২২ এপ্রিল স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে গত রোববার। তবে বুধবার বিষয়টি জানাজানি হয়।

প্রজ্ঞাপনে বলা হয়— বারহাট্টা শিক্ষা কর্মকর্তা  মো. সিরাজুল ইসলামের বিরুদ্ধে হরিয়াতলা প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী-অভিভাবকের ৬৭টি মোবাইল অ্যাকাউন্ট নম্বর আবেদন ছাড়া বেআইনিভাবে পরিবর্তনের অভিযোগ ছিল। প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮ এর অনুচ্ছেদ ১২(১) এবং সরকারি চাকরি আইন ১৮ এর ৩৯(১) ধারা মোতাবেক তাকে বরখাস্ত করা হলো।

এ বিষয়ে জানতে চাইলে সিরাজুল ইসলাম বলেন, ‘মন্ত্রণালয় আমাকে বরখাস্ত করেছে বলে গতকাল মঙ্গলবার জানতে পেরেছি। তবে এতে আমি জড়িত নই। পাসওয়ার্ড হ্যাক করে অ্যাকাউন্ট পরিবর্তন করা হয়েছিল। এ ঘটনায় আমি মামলাও করেছি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকেও বিষয়টি জানিয়েছিলাম। তবে এটুকুই আমি বলতে পারি আমি নির্দোষ।’

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল আজম বলেন, ‘মঙ্গলবার বিকালে বরখাস্তের কাগজ পেয়েছি। বিষয়টি অভিযুক্তকে জানানো হয়েছে। তিনি আজ থেকে কার্যালয়ে আসবেন না।’

বারহাট্টা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম