ভোলা সদর হাসপাতালে বন্দির মৃত্যু
যুগান্তর প্রতিবেদন, ভোলা
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০৪:০৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন এক কারাবন্দির মৃত্যু হয়েছে। তার নাম সফিউল আলম সফি (৪৯)। তিনি মাদক মামলার আসামি হিসেবে কারাবন্দি ছিলেন।
ভোলা জেল সুপার শওকত হোসেন মিঞা জানান, হৃদক্রিয়া বন্ধ হয়ে বুধবার
১০টা ২০ মিনিটে ওই আসামির মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ পৌঁছে দেওয়া
হবে।
জানা গেছে, সোমবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের
৮ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল আজিজের ছেলে সফিউল আলম সফি ও তার ভায়রা একই এলাকার বাসিন্দা
বদিউল আলম বাদশাকে পুলিশ তিন কেজি গাঁজাসহ আটক করে। ভোলার সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের
ভোলা-ইলিশা সড়কের বাপ্তা এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ তাদের বিরুদ্ধে মাদক মামলা
দিয়ে আদালতে তুললে তাদের মঙ্গলবার জেল হাজতে
পাঠানো হয়।
জেল সুপার শওকত হোসেন মিঞা বলেন, বুধবার সাড়ে ৯টার দিকে সফিউলের বুকে
ব্যাথা ওঠে। তাৎক্ষণিক জেলা কারাগারের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া
হয়। অবস্থার উন্নতি না হলে তাকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়
তিনি মারা যান।
