Logo
Logo
×

সারাদেশ

মারুফ হত্যার আসামি রাব্বীকে যাবজ্জীবন

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১০:৫০ পিএম

মারুফ হত্যার আসামি রাব্বীকে যাবজ্জীবন

কুমিল্লায় এসকে ফিলিং স্টেশনে বখশিশের ১০০ টাকার ভাগবণ্টনের দ্বন্দ্বে কাজী মারুফ হোসেন হত্যা মামলায় সহকর্মী গোলাম রাব্বীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক মোছা. ফরিদা ইয়াসমিন এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত গোলাম রাব্বী (২২) জেলার সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে।

এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এপিপি বিল্লাল হোসেন জানান, প্রকাশ্য দিবালোকে সিসি ক্যামেরার ফুটেজসহ সাক্ষ্যপ্রমাণে রাষ্ট্রপক্ষ প্রমাণ করেছে একমাত্র আসামি রাব্বীই মারুফকে হত্যা করেছে। তিনি রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান।  

অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা রায়ের কপি হাতে পেলে উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ১০ মে সকাল ৮টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার এসকে ফিলিং স্টেশনে বখশিশের ১০০ টাকার ভাগবণ্টন নিয়ে দ্বন্দ্বে একটি ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। পরে কুমিল্লা মেডিকেলে নেওয়ার পর কাজী মারুফের মৃত্যু হয়।

নিহতের মা মোসা. মিনুয়ারা বেগম বাদী হয়ে রাব্বীকে আসামি করে সদর দক্ষিণ থানায় হত্যা মামলা করেন।

এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ফুটেজে দেখা যায়, পাম্পের ভেতর একটি টুলে রাব্বী ও আরও দুই যুবক বসে আছে। এ সময় মারুফ পানির বোতল থেকে পানি খেতে খেতে রাব্বীকে কিছু বলছিল।

পরে রাব্বী স্বাভাবিকভাবেই হেঁটে পাম্পের ভেতরের একটি কক্ষে গিয়ে ফল কাটার ছুরি আনে। ধীরে ধীরে হেঁটে মারুফের সামনে গিয়ে তার বুকে তিনবার ছুরিকাঘাত করে। এতে রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় মারুফের। অন্যদিকে রাব্বী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম