Logo
Logo
×

সারাদেশ

প্রধান শিক্ষককে গণপিটুনি দিলেন অভিভাবকরা

Icon

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১১:১৬ পিএম

প্রধান শিক্ষককে গণপিটুনি দিলেন অভিভাবকরা

মধুপুরে প্রাথমিক বিদ্যালয়ের বালিকাদের গায়ে আপত্তিকর স্পর্শ করার অভিযোগে প্রধান শিক্ষককে গণপিটুনি ও জুতাপেটা করেছেন অভিভাবকরা।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আব্দুল জব্বার রাজু নামে এক প্রধান শিক্ষক তার অফিস কক্ষেই নারী অভিভাকদের হাতে লাঞ্ছনার শিকার হয়েছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ন্যক্কারজনক ঘটনায় দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হবে এমন আশ্বাসে বিক্ষুব্ধরা শান্ত হন।

এদিকে এ ঘটনার পরপরই সামাজিক যোগোযোগমাধ্যমে ফেসবুকে প্রধান শিক্ষককে নারীদের জুতাপেটার ভিডিও ভাইরাল হয়ে যায়।

সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া বলেন, অভিভাবক ও শিশু শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তদন্ত করে সঠিক তথ্য বের করতে হবে।

উপজেলা  প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম খান জানান, নাজমুল ইসলাম, জহিরুল ইসলাম নামে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা ঘটনাস্থলে গিয়ে ছিলেন। অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করার কথা জানিয়ে তিনি আরও বলেন, আগামী অফিস ডেতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে লিখিতিভাবে রিপোর্ট দেওয়া হবে।

আব্দুল জব্বার জানান, তিনি এ বিদ্যালয়ে যোগদানের এক বছর একদিনের মাথায় ষড়যন্ত্রের শিকার হয়ে আক্রমণ ও মব জাস্টিসে নির্যাতিত হলেন। কোনো কথা বলতে দেওয়া হয়নি। অতর্কিতে হামলা করেছেন।

মধুপুর অভিভাবক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম