Logo
Logo
×

সারাদেশ

এলজিইডিতে দুদকের অভিযান

Icon

যুগান্তর প্রতিবেদন,তাহিরপুর

প্রকাশ: ০১ মে ২০২৫, ১১:০৯ এএম

এলজিইডিতে দুদকের অভিযান

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালিত হয়েছে।

গতকাল বুধবার দুপুরে দূর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, সিলেট দুদকের সহকারি পরিচালক আশরাফ উদ্দিনেরে নেতৃত্বে ওই অভিযান পরিচালানা করা হয়।

এ সময় জগন্নাথপুর এলজিইডি কার্যালয় থেকে ওই উপজেলার রৌয়াইল বাজার-বোয়াইলা ভায়া টেংরাখালি এক কিলোমিটার সড়কের আরসিসি চলমান কাজের বিভিন্ন তথ্য সংগ্রহ করেন।

দুদকের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন বলেন, ওই প্রকল্পে কুশিয়ারা নদীর তীর কেটে মাটি উত্তোলনসহ সড়কের কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে দুদক প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছে।

সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযানচলাকালে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় সিলেট দুদকের উপ-সহকারি পরিচালক নিঝুম রায় প্রান্ত ও কোর্ট পরিদর্শক জাহিদুল ইসলামসহ দুদকের আরো কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

এলজিইডি দুদক সুনামগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম