Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

Icon

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২৫, ০২:৫৯ পিএম

চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। 

প্রাথমিকভাবে জানা গেছে, নিহতরা হলেন- আব্দুর রহিমের পুত্র রোহান, ইমরান হোসেনের পুত্র মিসবাহ। আহতরা হলেন- মোস্তাক মিয়ার পুত্র সিয়াম ও আবুল কাশেমের পুত্র সিফাত।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা জানা যায়, ব্যাপকভাবে পাহাড় কাটা অব্যাহত রাখার ফলে পাহাড়টির স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়। এরই পরিণতিতে বুধবার রাতে বৃষ্টি হলে বৃহস্পতিবার ভোরে স্থানীয় ছেলেরা খেলতে গেলে হঠাৎ পাহাড়ধসে তাদের ওপর পড়ে। এতে ধ্বংসস্তূপে চাপা পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানতে চাইলে কেইপিজেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মুশফিকুর রহমান বলেন, আমরা অনুমতি নিয়ে পাহাড় কাটছি। তবে পাহাড়ধসের বিষয়ে এখন পর্যন্ত কোনো সংবাদ পায়নি। আমি খোঁজখবর নিয়ে  জানাচ্ছি।

কেইপিজেড পাহাড়ধস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম