Logo
Logo
×

সারাদেশ

তথাক‌থিত প্রবাসী বিএন‌পি নেতার বিরুদ্ধে উপজেলা বিএন‌পির সংবাদ সম্মেলন

Icon

বোরহানউ‌দ্দিন প্রতি‌নি‌ধি

প্রকাশ: ০১ মে ২০২৫, ০৪:৪০ পিএম

তথাক‌থিত প্রবাসী বিএন‌পি নেতার বিরুদ্ধে উপজেলা বিএন‌পির সংবাদ সম্মেলন

তথাক‌থিত লন্ডন প্রবাসী এক বিএনপি নেতার বিরুদ্ধে যৌথসংবাদ সম্মেলন করেছেন ভোলার বোরহানউ‌দ্দিন উপজেলা ও পৌর বিএনপি। 

বৃহস্প‌তিবার বেলা ১১টায় উপজেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হয়। 

সংবাদ স‌ম্মেলনে লি‌খিত বক্তব্য পাঠকালে বিএনপি সদস্য স‌চিব কাজী আজম জানান, গত ৩০ এ‌প্রিল আমেরিকা প্রবাসী জনৈক জাহা‌ঙ্গির আলম নামক ব্যক্তি নি‌জেকে দলীয় নেতা দাবি করে ভোলায় এক‌টি সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ওই প্রবাসী ব্যবসায়ী গিয়াস উ‌দ্দিন আল মামু‌নের বড় ভাই ভোলা ২ আস‌নের বিএনপি দলীয় সা‌বেক সংসদ সদস্য ও কে‌ন্দ্রিয় নির্বা‌হি ক‌মি‌টির সদস্য হা‌ফিজ ইব্রা‌হি‌মের সমর্থক‌দের বিরু‌দ্ধে তার কর্মী সমর্থকদের ওপর হামলা করে ৫/৬টি মোটরসাই‌কেল ভাঙচুর ক‌রার অ‌ভি‌যোগ ক‌রেন। 

লি‌খিত ও মৌ‌খিক প্রশ্নের জবাবে উপ‌জেলা ও পৌর বিএনপির নেতারা জানান, তারা তথা ক‌থিত এ নেতাকে গত ১৭ বছ‌রে এক দি‌নের জন্যও ভোলা ২ আস‌নে দে‌খেন‌নি ও তা‌কে চে‌নেও না। সেখা‌নে তার কর্মী সমর্থক‌দের ওপর হামলার প্রশ্নই উ‌ঠেনা। নেতারা সংবাদকর্মী‌দের অনুরোধ করে ব‌লেন, প্রবাসী জাহাঙ্গী‌রের মিথ্যা অ‌ভিযোগের তদ‌ন্ত আপনারা ক‌রেন। 

বিএন‌পি নেতারা আ‌রও জানান সা‌বেক এ জন‌প্রিয় সংসদ সদ‌স্যের বিরু‌দ্ধে মিথ্যাচার ক‌রে ভোলায় সংবাদ স‌ম্মেলন করায় তথাক‌থিত ওই প্রবাসীর ওপর ক্ষো‌ভে ফুঁ‌সে উ‌ঠে‌ছে বোরহানউ‌দ্দিন ও দৌলতখাঁন দুই উপ‌জেলার বিএনপি ও এর অংগ সংগঠ‌নের নেতাকর্মীরা। তারা কে‌ন্দ্রিয় নেতা‌দের কা‌ছে এর বিচার চান। 

সংবাদ স‌ম্মেল‌নে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সি‌নিয়র স‌রোয়ার আলম খাঁন, যুগ্ন আহ্বায়ক শহিদুল আলম নাসিম কাজী, যুগ্ম আহ্বায়ক কাজী ফিরোজ আলম, ব‌শির আহ‌মেদ, পৌর বিএন‌পির সি‌নিয়র সহ সভাপ‌তি আলী আকবর পিন্টু, সম্পাদক ম‌নিরুজ্জামান ক‌বির, যুগ্ন সম্পাদক সাইদুর রহমান লিটন, সাংগঠ‌নিক সম্পাদক ফাইজুল ইসলাম, উপ‌জেলা শ্রমিকদল সভাপ‌তি আলমগীর মাতাব্বর, সম্পাদক জামাল পঞ্চা‌য়েত, উপ‌জেলা যুবদল আহ্বায়ক সিহাব হাং পৌর যুবদল আহ্বায়ক হেলাল মু‌ন্সি, সদস্য স‌চিব জাফর মৃধা, উপ‌জেলা ছাত্রদল সভাপ‌তি দা‌নিশ চৌধুরী, সম্পাদক তান‌জিল হাওলাদার, পৌর ছাত্রদল সভাপ‌তি শা‌কিল মাতাব্বর, সম্পাদক হা‌সিবুর রহমান ফা‌হিম প্রমুখ।

বোরহানউ‌দ্দিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম