শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রাম জোরদার করতে হবে: আমিরুল ইসলাম
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ০১ মে ২০২৫, ০৭:২৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পাইকগাছা উপজেলা ইমারাত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার
শ্রমিক দিবস উপলক্ষ্যে পৌর শহরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে প্রধান
অতিথি ছিলেন সরকারের সচিব মো. তৌহিদুর রহমান। প্রধান আলোচক ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের
ডাইরেক্টর ও দৈনিক দিনকালের সাবেক বার্তা সম্পাদক মো. আমিরুল ইসলাম কাগজী।
পাইকগাছা উপজেলা
ইমারাত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুর রাজ্জাক সানার সভাপতিত্বে ও সিনিয়র
যুগ্ম সম্পাদক মো. মাহমুদুল হাসান সোহেলের পরিচালনায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক
মো. সুরমান আলী মোড়ল।
বিশেষ অতিথি
ছিলেন, ভাগ্যেসে উপজেলা বিএনপির সদস্য সচিব এমদাদুল হক, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক
কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান আহমেদ, গড়ইখালি ইউনিয়ন
সভাপতি ইমরান হোসেন ছোটো প্রমুখ।
আলোচনা সভার
আগে পৌর শহরে সরকারের সচিব মো. তৌহিদুর রহমান ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর
মো. আমিরুল ইসলাম কাগজীর নেতৃত্বে শ্রমিকদের নিয়ে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
