Logo
Logo
×

সারাদেশ

মে দিবস উপলক্ষে মধুপুরে স্বজন সমাবেশের আলোচনা সভা

Icon

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২৫, ০৯:০৬ পিএম

মে দিবস উপলক্ষে মধুপুরে স্বজন সমাবেশের আলোচনা সভা

যুগান্তরের পাঠক সংগঠন স্বজন সমাবেশ মধুপুর শাখা মহান মে দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা করেছে। ‘শ্রমিক মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে’ প্রতিপাদ্যে তারা দিবসের কর্মসূচি পালন করে।

বৃহস্পতিবার দুপুরে মধুপুর পৌর শহরের ময়মনসিংহ সড়কস্থ নতুন বাজার এলাকার লিউ সাকি মার্কেটের আন্ডার গ্রাউন্ডের কফির আড্ডায় এমন আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘মে দিবসের তাৎপর্য ও শ্রমিকের মর্যাদা’ শীর্ষক ওই বিশেষ আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বজন সমাবেশ মধুপুর শাখার আহ্বায়ক হুমায়ুন কবির। সঞ্চালনা করেন সদস্য সচিব সবুজ।

‘মে দিবসের তাৎপর্য ও শ্রমিকের মর্যাদা’ শীর্ষক আলোচনায় মূল বক্তব্য উপস্থাপন করেন- যুগান্তর  মধুপুর ও ধনবাড়ী প্রতিনিধি ও স্বজন সমাবেশের উপদেষ্টা এসএম শহীদ।

শ্রমিকের মর্যাদা নিয়ে বক্তব্য দেন- বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা সবুজ মিয়া, স্যোসাল এক্টিভিস্ট রায়হান সজীব সোহাগ।

শিশু শ্রমের চিত্র ও এ ক্ষেত্রে আইনের প্রয়োগে উদাসীনতার উদ্বেগ নিয়ে আলোচনা করেন আনন্দ মোহন কলেজের রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষার্থী খন্দকার বদিউজ্জামান বুলবুল।

ক্রীড়াঙ্গনের আবু বকর সিদ্দিক শ্রমিক ও শ্রমের প্রতি শ্রদ্ধাশীলের আনুষ্ঠানিকতা শুধু শ্রমিক দিবসে সীমাবদ্ধ না থেকে সর্বত্র এবং সর্বদা থাকার গুরুত্ব দিয়ে বক্তব্য দেন।

সম্মান শ্রেণির শিক্ষার্থী পূর্ণ প্রসাদ নিলয়কে শ্রমিকের বেতন বৈষম্যের বিষয়টি ব্যথিত করে। তার বক্তব্যে এমন ইঙ্গিত মিলেছে।

ব্যবসায়ী শহীদুল ইসলাম একটি সাকসেস স্টোরির বর্ণনা দিয়ে সামাজিকভাবে শ্রমজীবী মানুষের পাশে সবাইকে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

আলোচনায় উপস্থিত ছিলেন স্কাউটের পুরষ্কারপ্রাপ্ত মারুফ, ব্যবসায়ী এরশাদ হোসেন রাশেদ, সাইফুল ইসলাম ফারুক, শালবন বার্তা২৪.কমের আরশেদ আলম।

টাঙ্গাইল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম