প্রেমে প্রত্যাখ্যাত হয়ে কলেজছাত্রীর কাণ্ড
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ০১ মে ২০২৫, ০৯:৪৬ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
প্রেম প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে সাতক্ষীরার তালায় সানজিদা আক্তার তুলি (১৭) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। আশঙ্কাজনক অসুস্থ তুলিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সময় বিকালে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামের মো. কামরুল সরদারের মেয়ে তুলি বাড়ির পাশের মসজিদের ইমাম ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের আমিনুর রহমানকে প্রেমের প্রস্তাব দেয়। এতে রাজি না হয়ে ১৫ দিন আগে ইমামতি ছেড়ে পালিয়ে যায় অবিবাহিত ইমাম আমিনুর।
স্থানীয় ইউপি সদস্য এজাহার আলী জানান, তালা মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী তুলি তাদের বাড়ির পাশের মসজিদের ইমামের কাছে প্রেমের প্রস্তাব দিয়েছিল। এ কারণে ইমাম কাউকে কিছু না জানিয়ে ১৫ দিন পূর্বে পালিয়ে যায়। এরপর থেকে তুলি মানুষিক অসুস্থ হয়ে পড়ে এবং বৃহস্পতিবার সকালে মা অন্যের বাড়িতে কাজে এবং বাবা খুলনায় রিকশা চালাতে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে সে গায়ে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করে।
এ বিষয়ে ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক বলেন, আমি শুনেছি স্থানীয় মসজিদের ইমামের সঙ্গে তার একতরফা প্রেম চলছিল। মেয়েটা ভালোবাসলেও ওই ছেলেটি তাকে ভালোবাসেননি। যার কারণে তিনি পালিয়ে যান। এ কারণে হয়তো মেয়েটি গাঁয়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। পরে, তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে জ্বলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে তালা হাসপাতালে নিয়ে যায়। এখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বিকালে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ ঘটনার সংবাদ পেয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো. হাসানুর রহমান, তালা মহিলা কলেজের অধ্যক্ষ শেখ সফিকুল ইসলাম, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে তালা থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, সংবাদ পেয়ে আমি ফোর্সসহ ঘটনাস্থলে গিয়েছি। কি কারণে এ আত্মহত্যার এখনো জানতে পারিনি। বিষয়টি তদন্ত পর্যায়ে আছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইমাম আমিনুর রজমানকে থানায় আনা হয়েছে।
