Logo
Logo
×

সারাদেশ

পাবনা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৫, ১২:০৭ পিএম

পাবনা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পাবনা প্রেস ক্লাবের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুদিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে শুক্রবার পর্যন্ত চলবে নানা অনুষ্ঠান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় প্রেস ক্লাবের সামনে থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা। সাংবাদিকতার প্রতীক হিসেবে কলম, রেডিও, ক্যামেরা, টেলিভিশন, মাইক্রোফোন, প্রতিষ্ঠাবার্ষিকীর লোগোসহ নানা প্ল্যাকার্ড নিয়ে বাদ্য বাজনার তালে তালে নেচে গেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন গণমাধ্যমকর্মীরা। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে প্রেস ক্লাবের ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত হয় শুভেচ্ছা বিনিময় পর্ব।

ভিআইপি মিলনায়তনে হওয়া অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। এরপর প্রেস ক্লাবের প্রয়াত সদস্য সব সদস্যসহ গণতান্ত্রিক আন্দোলনে শাহাদতবরণকারীদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রেস ক্লাবের ২০২৫-২৬ মেয়াদের নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়।

প্রেস ক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে ও সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাব সম্পাদক জহুরুল ইসলাম। এসময় শুভেচ্ছা বক্তব্য দেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম আব্দুল আওয়াল, জেলা প্রশাসক মফিজুল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডল, জোনাল সেটেলমেন্ট অফিসার আফরোজা আখতার, এনএসআইয়ের উপপরিচালক তৌফিক ইকবাল, প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ ও এবিএম ফজলুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, ৬৪ বছর ধরে সাংবাদিকতার ঐক্য, আদর্শ, ঐতিহ্য ধারণ করে আছে দেশের অন্যতম প্রাচীনতম সংগঠন পাবনা প্রেস ক্লাব। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনেও জড়িয়ে রয়েছে এ প্রেস ক্লাবের নাম। এ প্রেস ক্লাবের ৯ সাংবাদিক সদস্য বীর মুক্তিযোদ্ধা ও তিন সদস্য একুশে পদকপ্রাপ্ত।

পাবনা প্রেস ক্লাব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম