Logo
Logo
×

সারাদেশ

‘কলিজা টানি ছিঁড়ি ফেলবো’—হুমকি দেওয়া বিএনপি নেতার নামে জিডি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ মে ২০২৫, ০২:৫৫ পিএম

‘কলিজা টানি ছিঁড়ি ফেলবো’—হুমকি দেওয়া বিএনপি নেতার নামে জিডি

কুড়িগ্রামের রাজারহাটে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমানের নামে রাজারহাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জামায়াতের সহযোগী সংগঠনের নেতা মো. রুবেল মিয়া (২৬) জিডিটি করেন।

রাজারহাট থানার ওসি মো. তসলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

রুবেল মিয়া বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজারহাট শাখার বায়তুল মাল সম্পাদক ও রাজারহাট স্কুল অ্যান্ড কলেজের আইসিটির সহকারি শিক্ষক।

প্রাণনাশের শঙ্কায় করা জিডিতে রুবেল মিয়া উল্লেখ করেন, গত ২১ এপ্রিল রাজারহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চতলার কুঁড়া ও নাখেন্দা বিল মাছ চাষের জন্য উন্মুক্ত ডাকের অনুষ্ঠানে আনিছুর রহমান ডাকে অংশ নিয়ে সিন্ডিকেটের মাধ্যমে ইজারা হাতিয়ে নেন। এ নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। এরপর গত মঙ্গলবার দুপুরে উপজেলার চান্দামারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের কমিটি নিয়ে অভিভাবক সমাবেশে বিদ্যালয় কমিটির সভাপতি গঠনে অনিয়ম নিয়ে গ্রামবাসীর পক্ষে তিনি প্রতিবাদ জানান।

পরে ওইদিন বিকেলে বিএনপির উপজেলা কমিটির আহ্বায়ক আনিছুর রহমান, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, চাকিরপশা ইউনিয়ন ছাত্রদল আহ্বায়ক জুয়েল রানাসহ দলীয় লোকজন তাকে থানা মোড়ে মুকুল ফার্মাসিতে তুলে নিয়ে এসে প্রাণনাশের হুমকি দেয়। এ সময় আনিছুর রহমান তাকে হুমিক দিয়ে বলেন, ‘কলিজা টানি ছিঁড়ি ফেলবো, একবারে টানি ছিঁড়ি ফেলবো তোমার, চেনো তুমি-এ চেনো!খুব পাওয়ার দেখাও, একবারে নিশ্চিহ্ন করে দেবো তোমাকে, চেনো বিএনপিক। এ তোমার নামে আমি মামলা দেবো। আমি থানায় যায়া ওখানে লিখবো, উয়াক অ্যারেস্ট করি দিয়ো, তারপরে আমি আসবো।’

এদিকে, হুমকির একটি ৫২ সেকেন্ডের ভিডিও গত বুধবার সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদের স্বাক্ষর করা এক চিঠিতে আনিছুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়। নোটিশে পত্র প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। শোকজ নোটিশের পর নিরাপত্তার আশঙ্কায় রুবেল মিয়া থানায় জিডি করেন।

ওসি মো. তসলিম উদ্দিন বলেন, ‘থানায় সাধারণ ডায়েরি হয়েছে। এখন ভুক্তভোগী ব্যক্তি চাইলে বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে সেই অনুযায়ী তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করব।’

অভিযুক্ত আনিছুর রহমান বলেন, ‘রুবেল মিয়া শিবির করে। সে বিএনপিকে নিয়ে ফেসবুকে মিথ্যা কথা ছড়িয়ে দিয়েছিল। এ বিষয়ে তাকে বলা হলে সে ভুল স্বীকার করে ক্ষমা চায়। পরে তাকে নিয়ে ছাত্রদল ও যুবদলের ছেলেরা চা-নাস্তা করে। সুন্দরভাবে তারা সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়। কিন্তু সে ওই ঘটনার পুরো ভিডিও না দিয়ে শুধুমাত্র আমার কথার অংশটুকু অন্য একজনের ফেসবুক থেকে ছড়িয়ে দিয়েছে। ’


রাজারহাট বিএনপি জামায়াত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম