দুই কৃষককে নিয়ে গেল বিএসএফ, প্রতিক্রিয়ায় ২ ভারতীয়কে ধরে আনল গ্রামবাসী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০২ মে ২০২৫, ০৩:৪০ পিএম
বাংলাদেশে আটকে থাকা ভারতীয়রা
|
ফলো করুন |
|
|---|---|
দিনাজপুরের বিরলের সীমান্ত থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনার জেরে দুই ভারতীয় নাগরিককে ধরে এনে আটকে রেখেছেন বিক্ষুব্ধ গ্রামবাসী।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তের ৩২০ মেইন পিলারের সাবপিলার ১০-এর কাছে এ ঘটনা ঘটে।
বিএসএফ কর্তৃক ধরে নেওয়া বাংলাদেশিরা হলেন- মাসুদ ও এনামুল। তারা ধর্মপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
বাংলাদেশে আটক দুই ভারতীয় নাগরিকের পরিচয় পাওয়া যায়নি।
ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নূর ইসলাম বলেন, ‘দুপুরে সীমান্ত থেকে দুজনকে বিএসএফ ধরে নিয়ে যায়। পরে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে দুজন ভারতীয়কে ধরে আনে। বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে কথা হচ্ছে।’
বিরল থানার ওসি মো. আব্দুস সবুর বলেন, ‘ঘটনাটি শুনেছি। সেখানে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।’
