Logo
Logo
×

সারাদেশ

মধুপুরে দেবর ও ভাতিজা মিলে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ

Icon

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৫, ০৪:১১ পিএম

মধুপুরে দেবর ও ভাতিজা মিলে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ

টাঙ্গাইলের মধুপুরে এক গৃহবধুকে (১৯) পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে চাচাতো দেবর ও ভাতিজার বিরুদ্ধে। এ ঘটনার দুদিন পর থানায় এসে গৃহবধূর অভিযোগের পর পুলিশি অভিযানে গ্রেফতার হয়েছেন অভিযুক্ত দুই ধর্ষণকারী।

তারা হলেন- মধুপুর উপজেলা অরনখোলা ইউনিয়নের জলছত্র (পঁচিশ মাইল) এলাকার সায়েদ আলীর ছেলে মো. শামীম (২৩), গোলাবাড়ি ইউনিয়নের লোকদেও (পূর্বপাড়া) এলাকার জামাল হোসেনের ছেলে ইমরান (২০)। 

গত সোমবার (২৮ এপ্রিল) মধুপুর উপজেলা গোলাবাড়ি ইউনিয়নে লোকদের গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

সকালে গৃহবধূকে বাড়িতে একা পেয়ে সম্পর্কে ভাসুর জামাল হোসেনের ছেলে ইমরান ও চাচাতো দেবর জলছত্র (পঁচিশ মাইল) এলাকায় বসবাসকারী সায়েদ আলীর ছেলে মো. শামীম জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।

ঘটনার দুদিন পরে ৩০ এপ্রিল থানায় এসে ভিকটিম নিজে বাদী হয়ে অভিযোগ করেন। 

অভিযোগে তিনি উল্লেখ করেন, এর আগে বিভিন্ন সময়ে তাকে আপত্তিকর প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। ঘটনার দিন সকালে বাড়িতে অন্য কেউ না থাকায় তাকে একা পেয়ে কথা বলার ছলে হঠাৎ তার ঘরে ঢুকে পড়েন। এক পর্যায়ে তারা দুজন জাপটে ধরে তাকে পালাক্রমে ধর্ষণ করেন।

অভিযোগের ভিত্তিতে মধুপুর থানা পুলিশ অভিযান চালিয়ে দুই ধর্ষণকারীকে গ্রেফতার করে ১ মে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে।

মধুপুর থানার ওসি এমরানুল কবির বলেন, নারী ও শিশু নির্যাতন (সংশোধন) আইনের সংশ্লিষ্ট ধারায় মামলার প্রেক্ষিতে আসামিদের আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। ধর্ষিতার ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রক্রিয়া চলছে।

ধর্ষণ অপরাধ টাঙ্গাইল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম