Logo
Logo
×

সারাদেশ

ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪

Icon

গাজীপুর মহানগর প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৫, ০৭:৩৫ পিএম

ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪

গাজীপুর মহানগরীর বাসন এলাকায় এক ব্যবসা প্রতিষ্ঠানে ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে লুট হওয়া টাকার একাংশ উদ্ধার করা হয়। 

শুক্রবার সকালে গাজীপুর জেলার পিবিআই পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

এর আগে ১৪ এপ্রিল বিকালে নগরীর বাসন থানার আউটপাড়ার রিয়াজউদ্দিন টাওয়ারের মাল্টি পয়েন্ট বিডি নামক ব্যবসা প্রতিষ্ঠানে ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটে। পরে ওই প্রতিষ্ঠানের জিএম একরামুল হক বাদী হয়ে বাসন থানায় একটি ডাকাতি মামলা করেন। বিষয়টি আমলে নিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে ৪ ডাকাতকে গ্রেফতার করে পিবিআই। উদ্ধার করা হয় ২২ লাখ ৫৫ হাজার টাকা। 

গ্রেফতাররা হলেন- মো. আব্দুর রহমান রাজন (২৮), তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার গোবিন্দপুর হাজী বাড়ির হাসান বেপারির ছেলে, মো. রবিউল ইসলাম (৩০), তিনি কিশোরগঞ্জ জেলার ইটনা থানার কাহনিয়া গ্রামের ফারুকের ছেলে, মো. উজ্জল (৩৬) ও মো. মিরাজ (২৫) তারা পটুয়াখালী জেলার গলাচিপা থানার ছোট চরশিবা গ্রামের হাসান মৃধার ছেলে।

পিবিআই কর্মকর্তা জানান, গ্রেফতার উজ্জলের হেফাজত থেকে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, মো. মিরাজের তথ্য ও দেখানো মতে গাজীপুর টঙ্গীপূর্ব থানাধীন মরকুন এলাকা থেকে মো. মিরাজের স্ত্রীর বড় ভাই রাহাতের ভাড়া বাসায় রেখে যাওয়া নগদ ১৭ লাখ ৫০ হাজার টাকাসহ তিনজনের কাছ থেকে মোট ২২ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করে পিবিআই।

গাজীপুর ডাকাতি ডিবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম