Logo
Logo
×

সারাদেশ

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

Icon

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৫, ০৮:৩৩ পিএম

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

নীলফামারীর ডিমলায় শুক্রবার বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত আবু তালেব (৪৫) পশ্চিম ছাতনাই ইউনিয়নের পশ্চিম ছাতনাই গ্রামের জসিম উদ্দিনের ছেলে। 

এলাকাবাসী জানান, আবু তালেবের গোয়াল ঘরে বিদ্যুতের সংযোগ দেওয়া ছিল। সকালে গোয়াল ঘর পরিষ্কারের সময় বিদ্যুতের তার শরীরে ছিঁড়ে পড়ে। এ সময় তার চিৎকার শুনে গোয়াল ঘরে গিয়ে তাকে মৃত দেখতে পান পরিবারের লোকজন। 

ডিমলা থানার ওসি ফজলে এলাহি বলেন, পারিবারিক অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন নেই। ডিমলা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

ডিমলা কৃষক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম