Logo
Logo
×

সারাদেশ

আ.লীগকে নিষিদ্ধের দাবি নুরের

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৫, ১০:৫৬ পিএম

আ.লীগকে নিষিদ্ধের দাবি নুরের

দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য সরকারের প্রতি দাবি জানিয়ে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর বলেছেন, গণঅভ্যুত্থানে ২ হাজার ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন ৩০ হাজার। এ হত্যাকাণ্ডের দৃশ্যমান কোনো বিচার আমরা দেখতে পাচ্ছি না। হত্যাকারী সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানাচ্ছি। 

শুক্রবার বিকালে যুব অধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যাগে ফতুল্লার শাসনগাঁও এলাকায় আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এখনো দেশে চাঁদাবাজি, ভূমিদস্যুতা বন্ধ হয়নি উল্লেখ করে নুর বলেন, রাজনৈতিক দলগুলো গত ১৬ বছরের বিভিন্ন সময় সরকার পতনের আন্দোলন করলেও জনগণ কিন্তু তাদের সঙ্গে রাস্তায় নামেনি। কারণ রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের আস্থার কমতি ছিল। তাই আমাদের উচিত মানুষের আস্থা অর্জন করা। এখনো নারায়ণগঞ্জসহ সারা দেশে চাঁদাবাজি, ভূমিদস্যুতা বন্ধ হয়নি। 

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কোনো কোনো দল মনে করছে আমরাই সব হর্তাকর্তা; তাদের উচিত আওয়ামী লীগ কিভাবে বিদায় নিয়েছে, সেই কথা মনে রাখা। 

সাধারণ মানুষের আকাঙ্ক্ষার বিষয়ে নুর বলেন, দেশের সাধারণ মানুষ এমপি-মন্ত্রী হতে চায় না, তারা চায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে, খাদ্য নিরাপত্তা ও চিকিৎসাসহ সব সুবিধা নির্বিঘ্ন পাবে। 

সামরিক বাহিনীর একটি চিঠি ভাইরাল প্রসঙ্গে তিনি বলেন, ইতোমধ্যে সামরিক বাহিনীর একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পেয়েছি। তাতে ভারতে ফ্রিতে চিকিৎসা দেওয়ার তথ্য রয়েছে; যা আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাকে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে। আমরা দেশপ্রেমিক সামরিক বাহিনীকে ভারতের এ প্রস্তাব ফিরিয়ে দিতে আহ্বান জানাচ্ছি।

নারায়ণগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সভাপতি শেখ সাব্বির রাজের সভাপতিত্বে যুবসমাবেশে উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন, সাধারণ সম্পাদক নাদিম হাসান, গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ ও মহানগরের সভাপতি আরিফ ভূঁইয়া প্রমুখ। 

ফতুল্লা নুর আ.লীগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম