Logo
Logo
×

সারাদেশ

কোনাবাড়ীতে ঝুটের গোডাউন ও সুতা তৈরির কারখানায় আগুন

Icon

যুগান্তর প্রতিবেদন, গাজীপুর

প্রকাশ: ০৩ মে ২০২৫, ০১:০০ পিএম

কোনাবাড়ীতে ঝুটের গোডাউন ও সুতা তৈরির কারখানায় আগুন

গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুটের গুদাম ও সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার পৌন ১২টার দিকে দেউলিয়াবাড়ির বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কোনো তথ্য জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌনে ১২টার দিকে দেউলিয়াবাড়ির বেলতলা এলাকার একটি ঝুটের গোডাউনে প্রথমে আগুন লাগে। দ্রুতই আগুন গোডাউন পার্শ্ববর্তী জান্নাতুল এন্টারপ্রাইজ নামে একটি সুতা তৈরির কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ী, চৌরাস্তা ও কাশিমপুরের মোট ছয় ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ‘আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে৷’ 

জান্নাতুল টেক্সটাইল কারখানার মালিক জাহাঙ্গীর আলম বলেন, ‘বাহির থেকে আগুনটা লেগেছে। আমার কারখানার ভেতর হতে আগুন লাগার সুযোগ নেই। আমার ছয় কোটি টাকার মালামাল ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে।’

কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ফাইটার মো. সাগর বলেন, ‘আমরা ১১টা ৫০ মিনিটে খবর পাই। ১১টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট পৌঁছায়। এরপর আরও চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা আগুন নেভানোর জন্য চেষ্টা করছেন।’

কোনাবাড়ী আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম