প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
শিবচরের আড়িয়াল খাঁ নদে গোসল করতে গিয়ে জান্নাত (১৫) নামে এক কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। জান্নাত উমেদপুর ইউনিয়নের চর কাচিকাটা গ্রামের রনি সরদারের মেয়ে। সে নবম শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, জান্নাত উপজেলার চরশ্যামাইল ফুফুর বাড়িতে বেড়াতে আসেন। শনিবার দুপুরে ফুফাতো বোনদের সঙ্গে নিয়ে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নামেন জান্নাত। গোসল করার সময় ফুফাতো বোন মেঘলা এবং জান্নাতুল এক সঙ্গে ডুব দিলে মেঘলা উঠে আসলেও জান্নাত উঠে আসেনি। জান্নাত সাঁতার জানেন না, ধারণা করা হচ্ছে ডুব দিয়ে স্রোতের তোরে ভেসে গিয়ে আর তীরে আসতে পারেননি। শিবচর থানা ওসি মো. রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
