Logo
Logo
×

সারাদেশ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর

চট্টগ্রাম থেকে ৪১৯ জন হজযাত্রী মদিনার পথে

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৩ মে ২০২৫, ০৯:১৫ পিএম

চট্টগ্রাম থেকে ৪১৯ জন হজযাত্রী মদিনার পথে

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে মদিনার পথে যাত্রা করে বাংলাদেশ বিমানের বিজি-১৩৭ (বোয়িং-৭৭৭) ফ্লাইটটি। এদিন দুপুর আড়াইটায় হজ ফ্লাইটের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রাম জেলার ব্যবস্থাপক আল মামুন ফারুক।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর জানান, এবার চট্টগ্রাম থেকে ১৭টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এর মধ্যে ১৪টি যাবে জেদ্দায় এবং ৩টি মদিনায়। সব মিলিয়ে চট্টগ্রাম থেকে ৬ হাজার ৬১৮ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) চট্টগ্রাম জোনের চেয়ারম্যান শরীয়ত উল্ল্যাহ শহীদ, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) চট্টগ্রাম জোনের চেয়ারম্যান মো. আবু জাফর, হাব সেক্রেটারি মো. আব্দুল মালেক, আটাব সেক্রেটারি মো. ইদ্রিস মিয়া প্রমুখ।

চট্টগ্রাম বিমানবন্দর হজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম