Logo
Logo
×

সারাদেশ

যশোরে যুবকের ওপর বোমা হামলা ও কুপিয়ে জখম

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ০৪ মে ২০২৫, ১০:৪৪ এএম

যশোরে যুবকের ওপর বোমা হামলা ও কুপিয়ে জখম

যশোরের সদর উপজেলায় মোহাম্মদ আলী বক্স (২২) নামের এক যুবকের ওপর বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। একই সঙ্গে ওই যুবককে কুপিয়ে জখমও করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কৃষ্ণবাটি গ্রামের জামিয়ানা মাদিয়ানা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

আলী বক্স কৃষ্ণবাটি গ্রামের বাবু বক্সের ছেলে। সংশ্লিষ্টরা বলছেন, পূর্ব শত্রুতার জেরে এ হামলা করা হয়েছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাতে কয়েকজন আলীকে জামিয়ানা মাদিয়ানা মাদ্রাসার সামনে ডেকে নিয়ে যায়। সেখানে ওৎ পেতে থাকা কয়েকজন তার ওপর বোমা নিক্ষেপ করে। এতে আলী আহত হন। পরে হামলাকারীরা তাকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে তার বাম হাত বিচ্ছিন্ন হয়ে যায় এবং পায়ের রগসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়।

পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি মো. আবুল হাসনাত বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে মোহাম্মদ আলী বক্সের ওপর এ হামলা চালানো হয়েছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।’

যশোর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম