Logo
Logo
×

সারাদেশ

পুড়ে ছাই ৮ বসতঘর

Icon

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৫, ০৩:১৬ পিএম

পুড়ে ছাই ৮ বসতঘর

ফেনীর ছাগলনাইয়ায় আগুনে পুড়ে গেছে আট বসতঘর। শনিবার রাত ৯টার দিকে উপজেলার ঘোপাল ইউনিয়নের দুর্গাপুর সিংহনগর গ্রামের চৌধুরী বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আগুনে অন্তত দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

স্থানীয়রা জানান, শনিবার রাতে একটি টিনশেড ঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুন পাশে থাকা চৌচালা টিনশেড়ের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আটটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

ভুক্তভোগীদের ধারণা, কোনো এক রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শিবু দাশ বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করে ইতিমধ্যে জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।’

ছাগলনাইয়া আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম