Logo
Logo
×

সারাদেশ

শামা ওবায়েদের গাড়িবহরে হামলা, আ.লীগের ১৮ নেতাকর্মী কারাগারে

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ০৪ মে ২০২৫, ০৮:৫৯ পিএম

শামা ওবায়েদের গাড়িবহরে হামলা, আ.লীগের ১৮ নেতাকর্মী কারাগারে

ফরিদপুরের সালথায় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়িবহরে হামলার মামলায় আওয়ামী লীগের ১৮ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

রোববার দুপুর ১২টার দিকে ফরিদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাকসুদুর রহমানের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো আওয়ামী লীগ নেতাকর্মীরা হলেন- নান্নু মাতুব্বর, জাহাঙ্গীর মুন্সী, বিল্লাল মাতুব্বর, রাসেল মাতুব্বর, কামরুল মোল্যা, দেলোয়ার কাজী, সরোয়ার মাতুব্বর, সিরাজুল মাতুব্বর, ইউনুস মোল্যা, ফজলু মাতুব্বর, নজরুল মাতুব্বর, আইয়ূব আলী, উজ্জ্বল মাতুব্বর, আলেপ মাতুব্বর, রেজাউল মাতুব্বর, ইয়াসিন মোল্যা, ছানো মিয়া ও নূরুল ইসলাম। তাদের সবার বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন এলাকায়।

কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর জেলা জজ কোর্টের দায়রা সহকারী মো. তমিজউদ্দীন। 

তিনি বলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের গাড়িবহরে হামলার দ্রুতবিচার আইনের মামলায় ১৮ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আদেশ দেওয়ার সময় আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়।

ফরিদপুর শামা ওবায়েদ হামলা আ.লীগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম