অসহায় কৃষাণীর মাঠের ধান কেটে দিল তালতলী কৃষক দল
যুগান্তর প্রতিবেদন, আমতলী (বরগুনা)
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১০:৫৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের পাজরাভাঙা গ্রামের এক অসহায় কৃষাণীর মাঠের জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন উপজেলা কৃষক দলের নেতাকর্মীরা। ঘটনা ঘটেছে রোববার দুপুরে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ঢাকায় কর্মরত স্বামী বেল্লাল মিয়ার অনুপস্থিতিতে গৃহবধূ আসমা বেগম নিজেই জমির ধান কেটে ঘরে তুলতে গিয়ে শ্রমিক ও ধান কাটা যন্ত্রের অভাবে বিপাকে পড়েন। মাঠ থেকে সবার ধান তুলে নিলেও তিনি কেটে ঘরে তুলতে পারেননি। তার ধান মাঠে পেকে নষ্ট হচ্ছে। খবর পেয়ে রোববার দুপুর ১২টার দিকে তালতলী উপজেলা কৃষক দল সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর-রশিদ নেতাকর্মীদের নিয়ে তার জমির ধান স্বেচ্ছাশ্রমে কেটে ঘরে তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক আবু জাফর, বড়বগী ইউনিয়ন কৃষক দলের সভাপতি নাসির উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।
গৃহবধূ আসমা বেগম বলেন, কৃষক দলের নেতাকর্মীরা আমার ধান কেটে ঘর তুলে দিয়েছেন। আমি দোয়া করি আল্লাহ তাদের ভালো রাখবেন।
উপজেলা কৃষক দল সাধারণ সম্পাদক আবু জাফর বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে আমরা সব সময় কৃষকের পাশে থাকি। আজকের ওই মানবিক সহযোগিতাও সেই নির্দেশনারই অংশ।
তালতলী উপজেলা কৃষক দল সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদ খান বলেন, খবর পেয়ে কৃষক দলের নেতাকর্মীদের নিয়ে ওই কৃষাণীর ধান কেটে বাড়িতে তুলে দিয়ে এসেছি।
