Logo
Logo
×

সারাদেশ

কনেপক্ষের ‘কানভারি’ করায় বৃদ্ধকে পিটিয়ে মেরে ফেলল বরপক্ষ

Icon

যুগান্তর প্রতিবেদন, পটুয়াখালী

প্রকাশ: ০৫ মে ২০২৫, ১১:০৭ এএম

কনেপক্ষের ‘কানভারি’ করায় বৃদ্ধকে পিটিয়ে মেরে ফেলল বরপক্ষ

পটুয়াখালী সদর উপজেলার বিয়ের কথোপকথনকে কেন্দ্র করে হামলা চালিয়েছে ছেলে পক্ষ। শনিবার দুপুরে উপজেলার লোহালিয়া ইউনিয়নে হওয়া এ ঘটনায় একজন মারা গেছে। এ ঘটনায় হওয়া মামলায় একজনকে গ্রেফতারও করেছে পুলিশ।

মৃত বারেক ফকির (৬৫) লোহালিয়া ইউনিয়নের বাসিন্দা। রোববার বিকালে নিজ বাড়িতে মারা যান বারেক ফকির।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরের নামাজ শেষে আজহার খানের বড় ছেলে আব্দুর রহমানের বিয়ের বিষয়ে খোঁজ নিতে আসে মেয়েপক্ষের পরিবার। তারা প্রতিবেশী বারেক ফকিরের কাছ থেকে ছেলের ও তার পরিবারের খোঁজখবর নেন। পরে তারা চলে যান। বিষয়টি জানতে পেরে ক্ষিপ্ত হয় ছেলে আব্দুর রহমান ও তার ভাই আরিফ। বৃদ্ধ বারেক ফকিরের ওপর হামলা চালায় দুই ভাই। তারা দুজনে ওই বৃদ্ধকে রড ও লাঠি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।

পরে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা বারেক ফকিরকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে পরিবারের সদস্যরা তাকে সেই হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে হাসপাতাল থেকে বাড়িতে নেওয়ার জন্য বলে। পরে রোববার বিকালে তাকে বাড়ি আনা হলে সন্ধ্যায় তিনি মারা যান।

মৃতের ছেলে সুমন ফকির বলেন, বিয়ের প্রসঙ্গে প্রশ্নের উত্তর দেওয়ায় রহমান ও তার ভাই আরিফ আমার বাবাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। তাকে হাসপাতালে নিলেও শেষ পর্যন্ত বাঁচানো গেল না। আমি আমার বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

পটুয়াখালী সদর থানার ওসি মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ বলেন, মৃতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর আমরা তাৎক্ষণিক অভিযান চালাই। অভিযুক্ত আজহার খানকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

পটুয়াখালী বিয়ে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম