সিংড়ায় ৩৬ টাকা কেজিতে বোরো ধান সংগ্রহ শুরু
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ মে ২০২৫, ০৪:৪৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়ায় কৃষকের কাছ থেকে সরাসরি বোরো ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা ১২ টার দিকে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে অভ্যন্তরীণ এ ধান সংগ্রহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।
এতে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিয়ামুল হক, খাদ্য পরিদর্শক রাণী খাতুন, সিংড়া খাদ্য গুদাম কর্মকর্তা গোলাম রসুল, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবুল খয়ের, সিংড়া বণিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সবুজ প্রমুখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিয়ামুল হক বলেন, এ বছর উপজেলায় কৃষকদের কাছ থেকে দুই হাজার ৭৭৭ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি বোরো ধান সরকার নির্ধারিত ৩৬ টাকা দরে একজন কৃষকের কাছ থেকে সর্বনিম্ন ১২০ কেজি ও সর্বোচ্চ তিন মেট্রিক পর্যন্ত ধান সংগ্রহ করা যাবে। আগে আসলে আগের ভিত্তিতে কৃষকের কাছ থেকে এই ধান সংগৃহীত হবে।
