Logo
Logo
×

সারাদেশ

সিলেট বিভাগে জ্বালানি সরবরাহ বন্ধের হুমকি

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৫ মে ২০২৫, ০৯:১৩ পিএম

সিলেট বিভাগে জ্বালানি সরবরাহ বন্ধের হুমকি

ছবি: সংগৃহীত

হয়রানি বন্ধ না হলে সিলেট বিভাগে জ্বালানি সরবরাহ বন্ধের হুমকি দিয়েছে পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশন।

পরিবেশ অধিদপ্তরসহ সরকারের বিভিন্ন দপ্তরের হয়রানির তীব্র সমালোচনাসহ সংশ্লিষ্টদের নানা অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার সংগঠনের নেতারা।

রোববার রাতে দক্ষিণ সুরমা চন্ডিপুলের কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগের বিশেষ সভায় এ হুমকি দেন সংগঠনটির নেতারা। 

অ্যাসোসিয়েশনের সভাপতি জুবায়ের আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাম্প্রতিক সময়ে পরিবেশ অধিদপ্তর, বিএসটিআই, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কলকারখানা অধিদপ্তর এবং সড়ক ও জনপথ বিভাগের কতিপয় অসৎ ও দায়িত্বহীন কর্মকর্তার বেআইনি, উদ্দেশ্যমূলক ও অহেতুক হস্তক্ষেপমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র ক্ষোভ, উদ্বেগ এবং ধিক্কার প্রকাশ করে বক্তারা বলেন, এ ধরনের কর্মকাণ্ড শুধু অনৈতিকই নয়, বরং তা জ্বালানি খাতকে অস্থিতিশীল করে তোলার সুস্পষ্ট ইঙ্গিত বহন করে।

বক্তারা বলেন, দেশের জ্বালানি খাত একটি জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ-সম্পৃক্ত স্পর্শকাতর খাত। অথচ কিছু দুর্নীতি পরায়ণ ও ক্ষমতা অপব্যবহারকারী কর্মকর্তা নিজেদের মনগড়া অভিযোগ এবং মিথ্যা পরিবেশ প্রতিবেদন দেখিয়ে বৈধ ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিপীড়ন চালাচ্ছেন। এতে ব্যবসায়ী মহল যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ জনগণ।

হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ড বন্ধ ও প্রশাসনিক স্বচ্ছতা এবং সহযোগিতার পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা করা না হলে পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের সব পেট্রলপাম্পে জ্বালানি সরবরাহ বন্ধসহ আরও কঠোর কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশন সিলেট জ্বালানি খাত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম