মুরাদনগরে ১০ টাকায় খাবার পেলেন সাড়ে ৪শ মানুষ
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০৫ মে ২০২৫, ০৯:৫৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার মুরাদনগরে ১০ টাকায় খাবার পেলেন দিনমজুর, পথচারী, যানবাহন শ্রমিক, শিক্ষার্থী ও ভিক্ষুকসহ সাড়ে ৪শ মানুষ। দুপুর ১২টা থেকে এ কার্যক্রম শুরু হয়ে চলে বিকাল ৩টা পর্যন্ত।
সোমবার দুপুরে উপজেলা সদরের ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন মানবসেবায় মি. ফানের সার্বিক তত্ত্বাবধানে ও প্রবাসী, সংগঠনের সদস্য ও সাধারণ মানুষের অর্থায়নে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
খাবারের আয়োজনে ছিল- সাদা ভাত, মুরগির মাংস, ডাল; সঙ্গে ছিল ফিল্টার করা খাবার পানি। একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবীর শ্রমে ১০ টাকায় খাবারের কার্যক্রমটি বাস্তবায়িত হয়।
অটোরিকশাচালক জাহাঙ্গীর মিয়া বলেন, ১০ টাকায় মাংস দিয়ে পেটভর্তি খাবার খেয়ে খুবই ভালো লাগছে। আমি দোয়া করি এমন আয়োজন যেন সব সময় করতে পারে।
পথচারী আমির হোসেন বলেন, যারা এ আয়োজন করেছেন তাদের ধন্যবাদ জানাই। দোয়া করি আল্লাহ যেন তাদের ভালো রাখেন।
মানবসেবায় মি. ফান সংগঠনের সমন্বয়ক মাহবুব আলম শাকিল বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি বিভিন্ন এলাকায় দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়। এটা দেখে আমরাও মুরাদনগরের দরিদ্র ও শ্রমিক, প্রতিবন্ধী, নিম্নআয়ের মানুষ, ভিক্ষুকদের জন্য এ খাবারের আয়োজন করি।
১০ টাকায় খাবারের বিষয়ে তিনি বলেন, ১০ টাকার অর্থ হলো কেউ যেন বিনামূল্যে খাবার পেয়ে নিজেকে অসহায় মনে না করে, তাই ১০ টাকার বিনিময়ে খাবার কিনে খেয়েছে। আমাদের মেসেজ ছিল- এখানে খাবার খেয়ে যাবেন, টাকা নিয়ে ভাববেন না, যা ইচ্ছা তাই দিবেন, না দিলেও সমস্যা নাই।
