Logo
Logo
×

সারাদেশ

পাহাড়ি জঙ্গলে মিলল নারীর লাশ

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৫, ১০:৩৮ পিএম

পাহাড়ি জঙ্গলে মিলল নারীর লাশ

বান্দরবানের থানচিতে নিখোঁজের একদিন পর জঙ্গলে এক খিয়াং সম্প্রদায়ের নারীর লাশ পাওয়া গেছে। নিহতের নাম চিংমা খিয়াং (২৯)।

সোমবার বিকালে থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের গহীন জঙ্গল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, রোববার সকালে জুম চাষের জন্য পার্শ্ববর্তী পাহাড়ে যায় তিন্দু ইউনিয়নের মংখ্যংপাড়া এলাকার বাসিন্দা সন খিয়াংয়ের স্ত্রী চিংমা খিয়াং (২৯)।

দুপুর পেরুনোর পরও বাড়িতে না ফেরায় আত্মীয়স্বজন থেকে খবর পেয়ে পাড়াবাসী পাহাড়ে খুঁজতে যান। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে জঙ্গলে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চিহ্ন দেখতে পায়। ওই পথ অনুসরণ করে গিয়ে তার মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চিহ্ন ও নিহত চিংমা খিয়াংয়ের লাশটি রক্তাক্ত হওয়ায় তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিন্দু ইউনিয়নের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা বলেন, ঘটনাস্থলটি খুবই দুর্গম এলাকা, সেখানে কোনো নেটওয়ার্ক নেই; ঘটনাটি শোনার পর তিনি পুলিশকে অবহিত করেন এবং ঘটনাস্থলে পুলিশ নিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ওসি মো. নাসির উদ্দিন মজুমদার বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় এক নারীর লাশ পাওয়া গেছে। শুনেছি একদিন আগে ওই নারী জুমে যাওয়ার সময়ে নিখোঁজ হন।

বান্দরবান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম