Logo
Logo
×

সারাদেশ

মাওলানা রইস হত্যার প্রতিবাদে কুমিল্লায় মহাসড়ক অবরোধ

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৫ মে ২০২৫, ১১:১১ পিএম

মাওলানা রইস হত্যার প্রতিবাদে কুমিল্লায় মহাসড়ক অবরোধ

গাজীপুরে মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যার প্রতিবাদে কুমিল্লায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় বিচারবহিভর্‚ত এ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দাবি করেন বিক্ষোভকারীরা।

সোমবার দুপুরে আহলে সুন্নাত ওয়াল জমা’আত ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কুমিল্লা জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ করা হয়। এ সময় মহাসড়কের কুমিল্লা অংশে ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। সমাবেশ শেষ হলে যানবাহন চলাচল আবার স্বাভাবিক হয়। 

সমাবেশে বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেফতার না করা হলে সারা দেশ অচল করে দেওয়া হবে। 

উল্লেখ্য, ২৭ এপ্রিল গাজীপুর সিটি করপোরেশনের হায়দরাবাদ এলাকার একটি মসজিদের খতিব মাওলানা মো. রইস উদ্দিনকে শিশু ধর্ষণের অভিযোগে গাছে বেঁধে মারধর করে একদল লোক। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। পরদিন ভোরে কারাগারে তিনি মারা যান। 

এ ঘটনার পর নানা কর্মসূচি দিয়ে আসছে আহলে সুন্নাত ওয়াল জামাত। মাওলানা রইস বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি ছিলেন। 

মাওলানা রইস অবরোধ হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম