|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীতে ইয়াবাসহ শারমিন (৩১) নামে এক নারীকে গ্রেফতার করছে র্যাব। এ সময় তার কাছ থেকে এক হাজার ১৪০ পিস ইয়াবা জব্দ করা হয়।
সোমবার রাত ৮টার দিকে রাজশাহী রেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।
শারমিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ জানায়, গোপন খবরে সোমবার
রাতে রাজশাহী রেল স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় এক নারীর গতিবিধি সন্দেহ হলে তার
গতিরোধ করা হয়। পরে তার দেহে তল্লাশি চালিয়ে এক হাজার ১৪০ পিস ইয়াবা জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শারমিনের বিরুদ্ধে সিরাজগগঞ্জর বঙ্গবন্ধু সেতু
পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১২ সালের একটি মামলা বিচারাধীন রয়েছে। ইয়াবা
জব্দের ঘটনায় তাকে রাজশাহী রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
