|
ফলো করুন |
|
|---|---|
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে আরও এক ছাত্রী।
মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার চরটেকী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চরটেকী গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ইরিনা (১৫) ও বাদল মিয়ার মেয়ে প্রিয়া (১৫)। বজ্রপাতের শিকার সবাই স্থানীয় চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরছিল ইরিনা, প্রিয়া ও বর্ষা। এ সময় ঝড়ো বাতাস ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে গুরুতর আহত হন তারা। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ইরিনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
